সর্বশেষ

জাতীয়১৩ ফেব্রুয়ারি থেকে ‘জনগণের দিন’, তারেক রহমানের নির্বাচনী প্রতিশ্রুতি
নির্বাচনী পোস্টার ছাপানো বন্ধে ছাপাখানাগুলোকে নির্দেশনা ইসির
২০২৫-২৬ অর্থবছরের আয়কর রিটার্ন জমার সময় বাড়ালো
চাঁদাবাজি ও দুর্নীতি রোধে কঠোর পদক্ষেপ নেব : জামায়াত আমির
টাইম ম্যাগাজিনকে সাক্ষাৎকার: কোনো দল নিষিদ্ধের পক্ষে নন তারেক রহমান
১৪ বছর পর ঢাকা-করাচি সরাসরি ফ্লাইট চালু হচ্ছে আজ
স্বর্ণের দামে রেকর্ড, ভরি ২ লাখ ৮৬ হাজার
সারাদেশবেনাপোল বন্দর: এক দিনে ১৫১৩ জন পাসপোর্টধারী পারাপার, ৩৫০ ট্রাক বাণিজ্য
শৈলকুপায় জমি বিরোধে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত অন্তত ২০
ফেনীতে মুক্তিপণ না পেয়ে স্কুলছাত্র নাশিত হত্যা: ৩ আসামির মৃত্যুদণ্ড
দীর্ঘ বিরতির পর সোনামসজিদ স্থলবন্দর দিয়ে চাল আমদানি পুনরায় শুরু
গোপালগঞ্জে জেলা ও দায়রা জজের বাসভবনে ককটেল হামলা
২০ বছর পর নওগাঁয় আসছেন তারেক রহমান, ব্যাপক প্রস্তুতি
কুয়াকাটায় ভাঙনরোধে টেকসই বেড়িবাঁধ ও পুনর্বাসনের ঘোষণা বিএনপি প্রার্থীর
চট্টগ্রামের রাউজানে গভীর নলকূপের গর্তে পড়ে শিশুর মৃত্যু
গাইবান্ধায় গণভোট উপলক্ষে ইমাম সম্মেলন অনুষ্ঠিত
শেরপুরে নির্বাচনী ইশতেহার বিতরণ মঞ্চে সংঘর্ষ, জামায়াত নেতা নিহত
আন্তর্জাতিকইরানমুখী আরও মার্কিন নৌবহর, মধ্যপ্রাচ্যে সামরিক উত্তেজনা বাড়ছে
খেলাভারত ছাড়াই ২০২৭ সালে পাকিস্তানে দক্ষিণ এশিয়ান গেমস আয়োজনের সিদ্ধান্ত
শিক্ষা

প্রথম পরীক্ষা মিস করা আনিসা অংশ নেবেন রোববারের পরীক্ষায়

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শনিবার, ২৮ জুন, ২০২৫ ১:৩৮ অপরাহ্ন

শেয়ার করুন:
মায়ের অসুস্থতার কারণে প্রথম দিনে বাংলা প্রথমপত্র পরীক্ষায় অংশ নিতে না পারা এইচএসসি পরীক্ষার্থী আনিসা আগামীকাল রোববার (২৯ জুন) বাংলা দ্বিতীয়পত্র পরীক্ষায় অংশ নিচ্ছেন। তার মায়ের শারীরিক অবস্থাও এখন ভালো রয়েছে।

শনিবার (২৮ জুন) বিকেলে এ তথ্য নিশ্চিত করেন ঢাকা শিক্ষা বোর্ড ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. আসাদুজ্জামান। তিনি জানান, শিক্ষার্থী আনিসার খোঁজ নিতে কলেজের সহকারী অধ্যাপক কামরুল ইসলামকে তার বাসায় পাঠানো হয়েছিল। সেখান থেকে ফেরার পর শিক্ষক জানান, আনিসার মা ঘুমাচ্ছিলেন, তবে বর্তমানে তিনি সুস্থ।

অধ্যক্ষ বলেন, “আমরা আনিসার সঙ্গে কথা বলেছি। সে জানিয়েছে, রোববারের পরীক্ষায় সে অংশ নেবে এবং পরবর্তী পরীক্ষাগুলেও যথাসময়ে কেন্দ্রে হাজির হবে।”

আনিসার মা কী অসুস্থতায় ভুগছিলেন এবং কোন হাসপাতালে ভর্তি ছিলেন— জানতে চাইলে অধ্যক্ষ জানান, “ছাত্রী দাবি করেছে, তার মা অসুস্থ হয়ে স্থানীয় সেলিনা ক্লিনিকে ভর্তি ছিলেন। তবে তা প্রমাণসাপেক্ষ কোনো নথি আমাদের কাছে নেই।”

এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় বা বোর্ড থেকে কোনো যোগাযোগ হয়েছিল কি না— এমন প্রশ্নের জবাবে অধ্যক্ষ জানান, “ঢাকা বোর্ডের চেয়ারম্যানের সঙ্গে আমার কথা হয়েছে। তিনি জানিয়েছেন, শিক্ষা উপদেষ্টার পক্ষ থেকে বোর্ডকে নির্দেশ দেওয়া হয়েছে বিষয়টি মানবিক দৃষ্টিকোণ থেকে বিবেচনা করতে।”

আনিসা মানবিক বিভাগের শিক্ষার্থী। টেস্ট পরীক্ষায় তিনি দুটি বিষয়ে ফেল করলেও মূল পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পেয়েছেন। অধ্যক্ষ জানান, “সে আমাদের কলেজ থেকেই এসএসসি পাস করেছে এবং মোটামুটি ভালো ফল করেছিল।”

প্রসঙ্গত, চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়েছে বৃহস্পতিবার (২৬ জুন)। সেদিন সকাল ১০টায় শুরু হয় বাংলা প্রথমপত্র পরীক্ষা। তবে আনিসা কেন্দ্রের সামনে পৌঁছান পরীক্ষা শুরু হওয়ার প্রায় দেড় ঘণ্টা পর, ফলে নিয়ম অনুযায়ী তাকে প্রবেশ করতে দেওয়া হয়নি। এরপর কেন্দ্রের সামনে কান্নায় ভেঙে পড়েন তিনি।

ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে দেশজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়। অনেকেই তার প্রতি সহানুভূতি প্রকাশ করেন এবং পরীক্ষা দেওয়ার সুযোগ দেওয়ার দাবি তোলেন। পরে শিক্ষা উপদেষ্টার দফতর থেকে জানানো হয়, পাবলিক পরীক্ষা সংক্রান্ত আইন অনুযায়ী আনিসার বিষয়টি মানবিকভাবে বিবেচনা করা হবে।

আগামীকাল রোববার দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত তিন ঘণ্টাব্যাপী বাংলা দ্বিতীয়পত্র পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ ছাড়া আলিম ও কারিগরি বোর্ডের অধীনেও পৃথক দুটি বিষয়ের পরীক্ষা রয়েছে।

৩২৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
শিক্ষা নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন