সর্বশেষ


পিরোজপুর

পিরোজপুর জেলা ছাত্রদলের উদ্যোগে এইচএসসি পরীক্ষার্থীদের মাঝে কলম, ফাইল ও পানি বিতরণ

সাদী মোঃ হিমেল
সাদী মোঃ হিমেল

বৃহস্পতিবার , ২৬ জুন, ২০২৫ ২:২৩ অপরাহ্ন

শেয়ার করুন:
সারাদেশের ন্যায় পিরোজপুরেও ২০২৫ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে। এ উপলক্ষে পরীক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছে পিরোজপুর জেলা ছাত্রদল।

বৃহস্পতিবার (২৬শে জুন )সকালে জেলার বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীদের মাঝে ফাইল, কলম ও বিশুদ্ধ খাবার পানি বিতরণ করেছে ছাত্রদল নেতৃবৃন্দ। শুধু শিক্ষার্থীরাই নন, তাদের সঙ্গে আসা অভিভাবকদের জন্যও ছায়াযুক্ত বসার স্থান ও বিশুদ্ধ পানির ব্যবস্থা করা হয়। যা প্রশংসিত হয়েছে অভিভাবক ও সাধারণ শিক্ষানুরাগী মহলে।

পরীক্ষার্থীরা এই অনাকাঙ্ক্ষিত ভালোবাসা পেয়ে আনন্দিত ও কৃতজ্ঞতা প্রকাশ করে জানিয়েছেন, পরীক্ষার আগে এই ধরনের সহযোগিতা ও মনোবল বৃদ্ধির কার্যক্রম তাদের আত্মবিশ্বাস বাড়িয়েছে।

এসময় উপস্থিত ছিলেন, জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন তালুকদার কুমার, সাধারণ সম্পাদক মাহমুদ হাসান শাহীন, সিনিয়র সহ-সভাপতি রেহান শেখ রাজু, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আল ইমরান মনু, দপ্তর সম্পাদক খালিদ হাসান, সরকারি সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক আবু বকর ছিদ্দিক রনি, সহ-সভাপতি মাহিন মোল্লা, মো. সাব্বির, দিনার আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল খান, সাংগঠনিক সম্পাদক মাসুদুর রহমান মুন্না

সহ জেলা ও কলেজ ছাত্রদলের অন্যান্য নেতৃবৃন্দ।

জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন তালুকদার কুমার বলেন, পরীক্ষা চলাকালীন সময়ে জেলা ছাত্রদলের পক্ষ থেকে এই কার্যক্রম অব্যাহত থাকবে। আমরা চাই, পরীক্ষার পরিবেশ সুন্দর ও সুশৃঙ্খল থাকুক। আমরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান এর নির্দেশে ভবিষ্যতেও ছাত্রসমাজ ও সাধারণ মানুষের পাশে থাকব এবং সকল সেবামূলক কার্যক্রম চালিয়ে যাব।

স্থানীয় শিক্ষকমহল ও অভিভাবকেরাও এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এবং ভবিষ্যতেও এ ধরনের কাজ অব্যাহত রাখার আহ্বান জানান।

১৪৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
পিরোজপুর নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন