পিরোজপুর 
সারা দেশের ন্যায় পিরোজপুরে শুরু হয়েছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। বৃহস্পতিবার (২৬শে জুন) সকাল ১০টায় পরীক্ষা শুরু হওয়ার কথা থাকলেও আগেভাগেই প্রত্যেকটা পরীক্ষার কেন্দ্রগুলোর সামনে ভিড় করতে দেখা গেছে পরীক্ষার্থী ও অভিভাবকদের।
পিরোজপুরে উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে শুরু হয়েছে এইচএসসি পরীক্ষা
সাদী মোঃ হিমেল
বৃহস্পতিবার , ২৬ জুন, ২০২৫ ২:২০ অপরাহ্ন
শেয়ার করুন:
সারা দেশের ন্যায় পিরোজপুরে শুরু হয়েছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। বৃহস্পতিবার (২৬শে জুন) সকাল ১০টায় পরীক্ষা শুরু হওয়ার কথা থাকলেও আগেভাগেই প্রত্যেকটা পরীক্ষার কেন্দ্রগুলোর সামনে ভিড় করতে দেখা গেছে পরীক্ষার্থী ও অভিভাবকদের।
এ বছর জেলায় এইচএসসি, আলিম ও এইচএসসি ভোকেশনাল পরীক্ষায় মোট ৩৭ টি কেন্দ্রে ১১,৫১৮ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবে। এর মধ্যে এইচএসসি ১৬টি কেন্দ্রে ৭,১৭৭ জন, আলিম ৮টি কেন্দ্রে ১,৪৬০ জন এবং ভোকেশনাল/বিএনটি ১৩টি কেন্দ্রে ২,৮৮১ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করবেন। পরীক্ষা শেষ হবে দুপুর ১ টায়। পরীক্ষার্থী এবং অভিভাবকদের আশা এ বছর ভালোভাবে পরীক্ষায় অনুষ্ঠিত হবে।
১০৮ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর