সর্বশেষ


পিরোজপুর

নাজিরপুরে তারেক রহমানের ৩১ দফা প্রচারে লিফলেট বিতরণ

সাদী মোঃ হিমেল
সাদী মোঃ হিমেল

মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫ ৯:১৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা রূপরেখার প্রচারে পিরোজপুরের নাজিরপুর উপজেলার গাওখালী বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে লিফলেট বিতরণ করেছেন জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন।

সোমবার (২৪ জুন) দুপুরে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় গাওখালী বাজারে ব্যবসায়ী, পথচারী, সাধারণ জনগণের মাঝে লিফলেট বিতরণ করেন বিএনপি নেতারা। রাষ্ট্র মেরামতের ৩১ দফা তুলে ধরে জনগণকে বিএনপির গণতান্ত্রিক আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান তারা।

এসময় উপস্থিত ছিলেন, নাজিরপুর উপজেলা বিএনপির সদস্য সচিব আবু হাসান খান, উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, শ্রমিক দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

নেতৃবৃন্দ বলেন, বর্তমান স্বৈরাচারী সরকারের পতন ও একটি নিরপেক্ষ সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে বিএনপির ঘোষিত ৩১ দফা একটি ঐতিহাসিক রূপরেখা। এর মাধ্যমে দেশব্যাপী আইনের শাসন, মানবাধিকার, বিচার বিভাগের স্বাধীনতা ও জনগণের ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠা সম্ভব হবে।

গাওখালী বাজারের সাধারণ মানুষ এসময় নেতাদের সাথে কুশল বিনিময় করেন এবং অনেকে ৩১ দফার কপি হাতে নিয়ে আগ্রহভরে পড়েন।

অধ্যক্ষ আলমগীর হোসেন বলেন, ৩১ দফা কেবল একটি দলীয় প্রস্তাবনা নয়, এটি একটি জাতীয় রূপরেখা, যা দেশে গণতন্ত্র ফিরিয়ে আনার রোডম্যাপ হিসেবে কাজ করবে। জনগণকে সাথে নিয়ে এই আন্দোলন আমরা সফল করব।

১৯১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
পিরোজপুর নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন