আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সফলভাবে আয়োজনের লক্ষ্যে সাংবাদিক সম্মেলন
বৃহস্পতিবার , ২২ মে, ২০২৫ ৯:০৬ পূর্বাহ্ন
শেয়ার করুন:
আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের সফল আয়োজন ও প্রচারণা নিশ্চিত করতে পিরোজপুরে এক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২২ মে) দুপুর ১২টায় জেলা স্টেডিয়ামের অডিটোরিয়ামে এ সম্মেলনের আয়োজন করে আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ, পিরোজপুর জেলা শাখা।
সংগঠনের সভাপতি রেজাউল করিম পিন্টুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক লিটন খানের সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন।
বিশেষ অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এলিজা জামান,জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শেখ রিয়াজউদ্দিন রানা। এছাড়া উপস্থিত ছিলেন স্মৃতি সংসদের নেতৃবৃন্দ, টুর্নামেন্টে অংশগ্রহণকারী দলের মালিক, এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
সম্মেলনে বক্তারা বলেন, এ টুর্নামেন্টের মাধ্যমে যুবসমাজকে খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলা ও সুস্থ বিনোদনের পরিবেশ তৈরি করাই মূল লক্ষ্য। টুর্নামেন্টকে প্রাণবন্ত করতে বিভিন্ন পরিকল্পনার কথা তুলে ধরেন আয়োজকরা।
আয়োজক কমিটি আরও জানায়,আগামীকাল বিকেল তিনটায় পিরোজপুর জেলা স্টেডিয়ামে ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনাল অনুষ্ঠিত হবে। সেমিফাইনাল ও ফাইনালে অনেক ভালো মান খেলার অংশগ্রহণ করবে এবং ফাইনালে বড় ধরনের অনুষ্ঠান হবে যেখানে অনেক তারকা ফুটবলার সহ আরো গণ্যমান্য ব্যক্তিদের আমন্ত্রণ করা হবে যেটা পিরোজপুরের মানুষের জন্য থাকবে চমক। এছাড়া তারা জানায় ভবিষ্যতে শুধু ফুটবল নয়, অন্যান্য খেলাধুলার আয়োজনও বৃহত্তর পরিসরে করার পরিকল্পনা রয়েছে তাদের।
পিরোজপুর জেলা বিএনপির পক্ষ থেকে জানানো হয়, তারা ভবিষ্যতেও এ ধরনের ক্রীড়া আয়োজনে সবসময় পাশে থাকবে ও সার্বিক সহযোগিতা করবে।
১৬৮ বার পড়া হয়েছে