সর্বশেষ


পিরোজপুর

নাজিরপুরে অবৈধভাবে বালু উত্তোলন করায় তিনজনের জেল

নাজিরপুর প্রতিনিধি
নাজিরপুর প্রতিনিধি

বুধবার, ২১ মে, ২০২৫ ৫:২১ অপরাহ্ন

শেয়ার করুন:
পিরোজপুরের নাজিরপুরের মাটিভাঙ্গা ইউনিয়নের মধুমতি ও তালেশ্বর নদীতে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে অভিযান চালিয়ে তিনজনকে জেল দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার ( ২১ মে) বিকাল চারটায় উপজেলার ১ নং মাটিভাঙ্গা ইউনিয়নের মাটিভাঙ্গার চর ও মালিখালির চর নামক মধুমতি ও তালেরশ্বর নদীতে এই অভিযান চালানো হয়।

নাজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফজলে রাব্বী এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, মধুমতি ও তালেশ্বর নদী থেকে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন ও বিপণনের অভিযোগে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর সংশ্লিষ্ট ধারায় তিনটি মামলায় তিনজনকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

অভিযুক্ত রা হলেন কাউখালী উপজেলার বাঁশুরিয়া গ্রামের জাহাঙ্গীর ফরাজীর ছেলে মোঃ হোসাইন ফরাজী(৪০) কাউখালী উপজেলার উজিয়ালখান গ্রামের মোঃ শাজাহান শেখ এর ছেলে মোঃ সুমন শেখ (৩৯)ও নাজিরপুর উপজেলার সাচিয়া গ্রামের মো:আকরাম শেখের ছেলে মোঃ জাবের শেখ(২৭)।

নাজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফজলে রাব্বী এ সময় সাংবাদিকদের বলেন যারা বালু মহল ইজাড়া নেয় তাদের একটি নির্দিষ্ট সীমানা বা এলাকা নির্ধারণ করা থাকে। কিন্তু আমাদের নাজিরপুর উপজেলার বালুমহলের বা বালু উত্তোলনের সীমানা ছিল ২৪.২১ একর ।কিন্তু এই তিনজন ব্যক্তি আমাদের সীমানার বাইরে গিয়ে বালু এবং ৪( ঘ )আবাসিক এলাকা হইতে সর্বনিম্ন ১(এক) কিলোমিটার সীমানার মধ্যে বালু উত্তোলন করার অপরাধে আমরাএই তিনজন ব্যক্তিকে ভ্রাম্যমান আদালতে প্রত্যেককে ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হয়।

এছাড়া উপস্থিত সবাইকে পরিবেশ সংরক্ষণে সরকারি নির্দেশনা মেনে চলতে উদ্বুদ্ধ করেন। তা ছাড়া নদীর ভূ-প্রাকৃতিক পরিবেশ, মৎস্য ও জলজ প্রাণী তথা জীববৈচিত্র্য সংরক্ষণ ও উন্নয়নের স্বার্থে নাজিরপুর উপজেলার আওতাভুক্ত মধুমতি ও তালেশ্বর নদীতে নিয়মিত অভিযান ও মনিটরিং অব্যাহত থাকবে বলে জানান।

২৪৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
পিরোজপুর নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন