সর্বশেষ


শিক্ষা

৩০ নম্বর মধ্য চরবলেশ্বর বিদ্যালয়ে HDT-র উদ্যোগে “Food For Good” আয়োজন

মোঃ সাকিব খান
মোঃ সাকিব খান

সোমবার, ১৯ মে, ২০২৫ ১:২১ অপরাহ্ন

শেয়ার করুন:
হ্যাবিট্যাট ডেভেলপমেন্ট ট্রাস্ট (HDT)-এর “Food For Good” প্রকল্পের আওতায় ইন্দুরকানী উপজেলার ৩০ নম্বর মধ্য চরবলেশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য পুষ্টিকর দুপুরের খাবারের আয়োজন করা হয়।

সোমবার, ১৯ মে অনুষ্ঠিত এই আয়োজনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেতাগী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জনাব মোঃ আঃ হাকিম, সহকারী শিক্ষা অফিসার জনাব মোঃ বসিরুল ইসলাম ও জনাব নুরুল আমিন শিকদার, বাংলাদেশ প্রাথমিক শিক্ষা সমিতির সহ-সাধারণ সম্পাদক এস.এম. লোকমান হোসেন এবং বিদ্যালয়ের জমিদাতা সদস্য আ: মজিদ গাজী।

টিফিন পিরিয়ড শেষে বিদ্যালয়ের সব শিক্ষার্থী একসঙ্গে পিকনিকের আমেজে মধ্যাহ্নভোজে অংশ নেয়। খাবারের মেনুতে ছিল ভাত, মুরগির মাংস ও মুগডাল। শিক্ষকদের তত্ত্বাবধানে এবং অফিস সহকারীদের সহযোগিতায় শিক্ষার্থীদের মাঝে খাবার পরিবেশন করা হয়।

প্রধান অতিথি মোঃ আঃ হাকিম “স্বাধীন ২৪” কে জানান, “এটি একটি ব্যতিক্রমধর্মী ও প্রশংসনীয় উদ্যোগ। শিক্ষার্থীরা আনন্দঘন পরিবেশে খাবার গ্রহণ করেছে, যা তাদের মানসিক বিকাশে ইতিবাচক ভূমিকা রাখবে। HDT-এর এমন কার্যক্রম আরও সম্প্রসারিত হওয়া উচিত।”

পুরো আয়োজনটি সুষ্ঠুভাবে পরিচালনা করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহমুদা বেগম। দিনব্যাপী এই আয়োজন শিক্ষার্থীদের জন্য একটি আনন্দময় ও স্মরণীয় অভিজ্ঞতা হয়ে থাকবে।


২০৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
শিক্ষা নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন