সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা ও বাস ভাড়া কমানোর দাবীতে পিরোজপুর যাত্রীকল্যাণ সমিতির সংবাদ সম্মেলন অনুষ্ঠিত
শুক্রবার, ১৬ মে, ২০২৫ ৬:৪৩ পূর্বাহ্ন
শেয়ার করুন:
পিরোজপুর শহরের যানজট দূরীকরণ, দূর্ঘটনা কমানো এবং সরকার নির্ধারিত বাস ভাড়া কার্যকরের দাবিতে সংবাদ সম্মেলন করেছে পিরোজপুর যাত্রী কল্যাণ সমিতি।
আজ শুক্রবার সকালে পিরোজপুর প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলন করে পিরোজপুর যাত্রী কল্যান সমিতি।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সমিতির আহ্বায়ক মাইনুল আহসান মুন্না বলেন, "পিরোজপুর থেকে ঢাকাগামী পরিবহনের বাসগুলো প্রতি যাত্রীর কাছ থেকে যৌক্তিক ভাড়ার চেয়ে অতিরিক্ত ১০০-১৫০ টাকা আদায় করছে। এছাড়া পিরোজপুর শহরে ব্যাটারিচালিত অটোরিকশা সহ অন্যান্য যানবাহন অত্যাধিক ভাবে বেড়ে যাওয়ায় সাধারণ মানুষকে মারাত্মক ভোগান্তি পোহাতে হচ্ছে। প্রতি নিয়তই ঘটছে দূর্ঘটনা। তাই এ যানবাহনগুলো শৃঙ্খলার মধ্যে রাখা প্রয়োাজন বলে জানান তিনি।"
এছাড়াও সংবাদ সম্মেলনে তিনি আরো দাবি করেন,"পিরোজপুরের সকল রুটে চলাচলরত শিক্ষার্থীদের জন্য বাস ভাড়া অর্ধেক করা এবং যাত্রীদের সাথে সুসম্পর্ক বজায় রাখার লক্ষ্যে বাসের চালক ও হেলপারদের প্রশিক্ষণের প্রয়োজন।
সমিতির এ দাবিগুলো বাস্তবায়নের জন্য পিরোজপুরের জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপি আকারে দেয়া হবে বলে জানান আহবায়ক।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সমিতির উপদেষ্টা মো: ফিরোজ খান, নারী নেত্রী খালেদা আক্তার হেনা, সমিতির সদস্য সচিব হাছিবুর রহমান, যুগ্ম আহ্বায়ক সাংবাদিক খালিদ আবু, জাহাঙ্গির হোসেন মিঠু, মো: নাসির উদ্দিন ও লাইজু আক্তার এবং যুগ্ম সদস্য সচিব তানিয়া রহমান ও নাইম উদ্দিন আকন প্রমুখ ।
১৩৫ বার পড়া হয়েছে