সর্বশেষ


সম্পাদকীয়

আমি অধম, আপনি উত্তম—এটাই যদি হতো জাতীয় নীতি!

মোঃ আল হেলাল
মোঃ আল হেলাল

বৃহস্পতিবার , ১৫ মে, ২০২৫ ৪:৪৫ অপরাহ্ন

শেয়ার করুন:
আমার জীবনের সবচেয়ে বড় সফলতা—আমি নিজেকে অধম বলে স্বীকার করতে পারি। সকালে ঘুম থেকে উঠে আয়নার দিকে তাকিয়ে নিজেই নিজেকে বলি, “তুই মানুষ না, তুই একেবারে ফর্মুলা-মাফিক অধম!”

রাস্তার পাশে কফের সঙ্গে থুথু ছিটিয়ে দেই, তারপর মনে করি, শহরের সৌন্দর্যবোধে কিছু বৈচিত্র্য আনলাম। ফুটওভার ব্রিজের নিচ দিয়েই রাস্তা পার হই, কারণ সিঁড়ি বেয়ে উঠলে আমার ‘জাত’ যাবে! আমি লাইনে দাঁড়াতে পারি না—চাইলেই পারি না, আমার আত্মা বাধা দেয়। আমি বাটপারি করি না ঠিক, তবে পরিস্থিতিকে ‘ব্যবহার’ করতে জানি।

তবুও আমি চাই—আপনি উত্তম হোন। আপনি সেই ব্যক্তি হোন, যিনি বাসে উঠেই পেছনের আসনে বয়স্কদের জন্য সিট ছেড়ে দেন। আপনি সেই লোক হোন, যিনি ফাইল হাতে নিয়ে ঘুষ না দিয়ে বলেন, “নিয়ম মেনে কাজ করুন ভাই।” আপনি যদি এমন হন, আমি অন্তত আমার অধমত্বের দায়টা কিছুটা কম অনুভব করব।

ভাবুন তো, আপনি যদি উত্তম না হন, তবে আমার মতো অধমদের আদর্শ কাকে দেখে তৈরি হবে? দেশের রাজনীতিতে, রাস্তাঘাটে, অফিস আদালতে, এমনকি বিয়ের বাজারেও যদি সবাই ধোঁকাবাজ হয়ে যায়—তবে সত্যিকারের 'ভালো মানুষ' শব্দটাই বিলুপ্ত প্রজাতির তালিকায় চলে যাবে।

এখনকার সমাজে উত্তম হওয়াটা যেন অলিম্পিক স্বর্ণ জয়ের মতো কঠিন। চারদিকে যখন ‘অধমত্ব’ পুরস্কৃত হয়, তখন উত্তম হওয়া মানে হলো—চুপচাপ এক কোণে দাঁড়িয়ে নিজেকে নিয়ে বিব্রত থাকা। অথচ, একসময় উত্তম হতেই মানুষ গর্ব করত। এখন? সবাই ভাবে—“বোকা ছাড়া সৎ থাকা যায় নাকি?”

তবুও আমি বলি—আপনি উত্তম থাকুন। কারণ আমি জানি, আমি যদি খারাপ হই আর আপনিও যদি তাই হন, তবে শেষমেশ আমরা সবাই একসঙ্গে ডুবে যাবো সেই পচা ড্রেনে, যেটার ঢাকনা আমি গতকাল খোলা রেখে এসেছিলাম!

তাই বলছি, আমি অধম, কিন্তু আপনি কেন উত্তম হবেন না? আপনি তো এখনও ঠিকঠাক আছেন, মেরুদণ্ডটা একেবারে বাঁকা হয়ে যায়নি। অন্তত আপনি থাকুন—যাতে পৃথিবীর বাকি অধমরা মাঝে মাঝে লজ্জা পায়, আর আয়নায় তাকিয়ে ভাবে—“ওই যে লোকটা, সে যদি পারে, আমিও তো পারি!”

১৪৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
সম্পাদকীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন