সর্বশেষ


বিজ্ঞান

"মানুষ তার মস্তিষ্কের সর্বোচ্চ ১০% ব্যবহার করতে পারে”—বিজ্ঞান কী বলে এই প্রচলিত ভুল ধারণা নিয়ে?

মোঃ সাকিব খান
মোঃ সাকিব খান

বৃহস্পতিবার , ১৫ মে, ২০২৫ ৩:৫৯ অপরাহ্ন

শেয়ার করুন:
“আপনি আপনার মস্তিষ্কের মাত্র ১০ শতাংশ ব্যবহার করছেন”— এমন দাবিটি আমরা বহুবার শুনেছি। কখনো অনুপ্রেরণামূলক বক্তৃতায়, কখনো সিনেমায়,
আপনি আপনার মস্তিষ্কের মাত্র ১০ শতাংশ ব্যবহার করছেন”— এমন দাবিটি আমরা বহুবার শুনেছি। কখনো অনুপ্রেরণামূলক বক্তৃতায়, কখনো সিনেমায়, আবার কখনো কোনো কথিত ‘জ্ঞানী’ মানুষের মুখে।

দাবিটির পেছনে একটি ধারণা কাজ করে: মানুষ যদি পুরো মস্তিষ্ক ব্যবহার করতে পারত, তবে তার অতি-মানবিক ক্ষমতা দেখা যেত। কিন্তু, বিজ্ঞান বলছে, এ ধারণাটি পুরোপুরি ভ্রান্ত।

নিউরোসায়েন্স বা স্নায়ুবিজ্ঞানের আধুনিক গবেষণা অনুযায়ী, মানুষ তার দৈনন্দিন কাজে প্রায় পুরো মস্তিষ্কই ব্যবহার করে। মস্তিষ্কের প্রতিটি অঞ্চল নির্দিষ্ট কিছু কাজের জন্য দায়িত্বপ্রাপ্ত। যেমন, মস্তিষ্কের ফ্রন্টাল লোব সিদ্ধান্ত গ্রহণ ও চিন্তাভাবনার জন্য, প্যারিয়েটাল লোব স্পর্শ ও স্থান সংবেদন বোঝার জন্য, আর অক্সিপিটাল লোব চোখ থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণে ব্যবহৃত হয়। এমনকি ঘুমের সময়ও আমাদের মস্তিষ্ক সক্রিয় থাকে।

মাথার স্ক্যানিং প্রযুক্তি, যেমন fMRI (ফাংশনাল ম্যাগনেটিক রেজোনেন্স ইমেজিং), প্রমাণ করে যে আমরা যখন কথা বলি, হাঁটি, গান শুনি কিংবা কেবল ভাবি— তখন মস্তিষ্কের অনেকগুলো অঞ্চল একসাথে কাজ করে।

তবে এই “১০% মিথ” এর উৎপত্তি কোথা থেকে? গবেষকরা ধারণা করেন, এটি ১৯০০ শতকের শুরুর দিকে উইলিয়াম জেমস নামক এক মনোবিজ্ঞানীর মন্তব্য থেকে শুরু হয়, যেখানে তিনি বলেছিলেন, “আমরা আমাদের মানসিক ও শারীরিক সম্পদের একটি ক্ষুদ্র অংশ ব্যবহার করি।” যদিও তিনি এমনকি নির্দিষ্ট পরিমাণ বলেননি, পরবর্তী সময়ে কথাটি বিকৃত হয়ে যায়।

আরেকটি বড় ভূমিকা রাখে হলিউড। ২০১৪ সালের “Lucy” সিনেমায় দেখানো হয়, একজন নারী কীভাবে ১০০% মস্তিষ্ক ব্যবহারে অতিমানবীয় শক্তি অর্জন করে। এতে মানুষের মধ্যে ভুল ধারণা আরও বিস্তৃত হয়।

বিজ্ঞান আমাদের কী শেখায়?

মানুষের মস্তিষ্ক একটি অত্যন্ত জটিল ও দক্ষ অঙ্গ। এতে প্রায় ৮৬ বিলিয়ন নিউরন রয়েছে, যারা একে অপরের সঙ্গে যুক্ত হয়ে তথ্য আদান-প্রদান করে। মস্তিষ্কের ‘অব্যবহৃত অংশ’ বলে কিছু নেই। এমন ভুল ধারণা আমাদের বিজ্ঞান সম্পর্কে বিভ্রান্ত করে, এবং অনেক সময় কুসংস্কারের পেছনে যুক্তি খুঁজতে সাহায্য করে। আমরা সম্পূর্ণ মস্তিষ্কই ব্যবহার করি— যদিও একসাথে সব অংশ নয়, বরং প্রয়োজন অনুযায়ী বিভিন্ন অংশ সক্রিয় হয়। কাজেই, ১০% তত্ত্ব এক ধরনের বৈজ্ঞানিক রূপকথা।

বিজ্ঞানের দৃষ্টি দিয়ে মিথ ভাঙুন, যুক্তিকে দিন প্রাধান্য।

৩৩১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
সর্বশেষ সব খবর
বিজ্ঞান নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন