সর্বশেষ


আন্তর্জাতিক

যুদ্ধবিরতি ‘ভঙ্গ করা’ নিয়ে ভারত–পাকিস্তান বাহাস, শ্রীনগরে বিস্ফোরণের শব্দ

আল জাজিরা
আল জাজিরা

রবিবার, ১১ মে, ২০২৫ ১:০৪ অপরাহ্ন

শেয়ার করুন:
ভারত–নিয়ন্ত্রিত কাশ্মীরের শ্রীনগরে বিস্ফোরণের জোরালো শব্দ শোনা গেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণা অনুযায়ী ভারত ও পাকিস্তানের মধ্যে ‘অবিলম্বে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার’ মধ্যেই এমন শব্দ শোনা গেল। এতে যুদ্ধবিরতির ভবিষ্যৎ নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।

যুদ্ধবিরতি ‘ভঙ্গ করা’ নিয়ে একে অপরকে দুষছে ভারত ও পাকিস্তান। গতকাল শনিবার রাত ১১টার কিছু আগে নয়াদিল্লিতে সংবাদ সম্মেলনে ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি অভিযোগ করেন, যুদ্ধবিরতি–সংক্রান্ত যে সমঝোতা হয়েছে, পাকিস্তান তা বারবার লঙ্ঘন করছে। ভারতের সশস্ত্র বাহিনী পাকিস্তানের যুদ্ধবিরতি লঙ্ঘনের ‘যথাযথ আর উপযুক্ত’ জবাব দিচ্ছে।

এ অভিযোগের প্রতিক্রিয়া জানিয়েছে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়। বলেছে, যুদ্ধবিরতি নিয়ে সমঝোতার বিষয়ে তারা প্রতিশ্রুতিবদ্ধ। উল্টো ভারতের প্রতি প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ তুলেছে পাকিস্তান।

গতকাল সন্ধ্যায় অনেকটা হুট করেই যুদ্ধবিরতির খবর দেন ট্রাম্প। তিনি জানান, অবিলম্বে যুদ্ধবিরতি কার্যকর করতে সম্মত রয়েছে ভারত ও পাকিস্তান। এমন ঘোষণা স্বাগত জানান ভারত–পাকিস্তানের, বিশেষ করে কাশ্মীরসহ সীমান্ত এলাকার প্রশাসক, দেশ দুটির রাজনীতিবিদ ও সাধারণ মানুষ।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও যুদ্ধবিরতির জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আর পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের প্রশংসা করেছেন। তিনি বলেন, দুই দেশের এ সমঝোতায় বিবদমান বিষয়গুলো নিয়ে নিরপেক্ষ কোনো স্থানে আলোচনার করার কথাও উল্লেখ করা আছে।  

১৩১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন