এল ক্লাসিকো: বার্সার বেঞ্চের ধার রিয়ালের চেয়ে বেশি
শনিবার, ১০ মে, ২০২৫ ৬:২১ অপরাহ্ন
শেয়ার করুন:
এ মৌসুমে রিয়ালের চেয়ে এগিয়েই ছিল বার্সারয়টার্স
লা লিগার শিরোপা জয়ের দৌড়ে টিকে থাকতে বার্সেলোনার সঙ্গে ম্যাচটি জিততেই হবে রিয়াল মাদ্রিদকে। স্বাভাবিকভাবেই এই ম্যাচটি জিততে সবকিছু নিয়ে ঝাঁপিয়ে পড়বে কার্লো আনচেলত্তির দল। শুধু একাদশ নয়, বেঞ্চের শক্তি নিয়েও তাই ভাবতে হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বিকে।
অলিম্পিক স্টেডিয়ামে বাংলাদেশ সময় আগামীকাল রাত ৮টা ১৫ মিনিটে লিগের শেষ এল ক্লাসিকোয় স্বাগতিক বার্সার মুখোমুখি হবে রিয়াল। ৩৪ ম্যাচে ৭৯ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা বার্সার সঙ্গে ৪ পয়েন্ট ব্যবধানে পিছিয়ে দুইয়ে মাদ্রিদের ক্লাবটি। দুই দলের হাতেই আছে আর ৪টি করে ম্যাচ।
রিয়াল শিবিরে চোটের থাবা আছে। দানি কারবাহল, এদের মিলিতাও, আন্তোনি রুডিগার, ফাঁরলা মেন্দি, ডেভিড আলাবা ও এদুয়ার্দো কামাভিঙ্গা চোটের কারণে মাঠের বাইরে। ক্লাসিকোয় তাঁদের না পাওয়া অবশ্যই আনচেলত্তির মাথাব্যথার কারণ। চোট আছে বার্সা ক্যাম্পেও। জুলস কুন্দে, মার্ক কাসাদো ও মার্ক বের্নালকে এ ম্যাচে পাবে না বার্সা। বেঞ্চের শক্তি তাই গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে দুই দলের জন্য।
রিয়াল এই মৌসুমে বার্সার সঙ্গে পারবে না, আগেই বলেছিলেন ইয়ামাল
সে ক্ষেত্রে বেঞ্চ নিয়ে আনচেলত্তির চেয়ে বেশি আশাবাদী হতে পারেন বার্সা কোচ হান্সি ফ্লিক। কারণ, লা লিগায় এখন পর্যন্ত রিয়ালের তুলনায় বার্সার বেঞ্চের গোলসংখ্যাই বেশি। লিগে এ পর্যন্ত বেঞ্চের কাছ থেকে ১৯ গোল পেয়েছে বার্সা।
বার্সা–রিয়াল ম্যাচে কি এমন উত্তেজনা দেখা যাবেএক্স
এর মধ্যে ফেরান তরেস সবচেয়ে কার্যকর। লা লিগায় বার্সা তারকার করা ১০ গোলের ৬টিই বেঞ্চ থেকে নেমে। সব প্রতিযোগিতা মিলিয়ে তরেসের করা ১৯ গোলের ১০টি বেঞ্চ থেকে।
রিয়াল লা লিগায় বেঞ্চ থেকে এ পর্যন্ত পেয়েছে ৪ গোল। এর মধ্যে সর্বশেষ গোল গত ৩ জানুয়ারি মেস্তায়ায় লুকা মদরিচের। বাকি তিনটি গোল গত সেপ্টেম্বরে রিয়াল ভায়াদোলিদের বিপক্ষে এনদ্রিক ও ব্রাহিম দিয়াজের এবং এসপানিওলের বিপক্ষে ভিনিয়ুস জুনিয়রের।
১০৫ বার পড়া হয়েছে