সর্বশেষ


বাংলাদেশ

পিরোজপুরে আন্তর্জাতিক শ্রমিক দিবসে বিএনপির শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত

সাদী মোঃ হিমেল
সাদী মোঃ হিমেল

বৃহস্পতিবার , ১ মে, ২০২৫ ৮:০৪ অপরাহ্ন

শেয়ার করুন:
আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে পিরোজপুরের ভান্ডারিয়ায় শ্রমিক সমাবেশ করেছে বিএনপি। বৃহস্পতিবার (১ মে) বিকেল ৪টায় ভান্ডারিয়া উপজেলা ও পৌর শ্রমিক দলের যৌথ উদ্যোগে শহীদ মিনার সড়কে এ শ্রমিক সমাবেশের অনুষ্ঠিত হয়।

ভান্ডারিয়া উপজেলা শ্রমিক দলের সভাপতি ঈমান আলী ফরাজীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আল-আমীন মুন্সীর সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি ছিলেন জাতীয়তাবাদী বিএনপির কেন্দ্রীয় কমিটির গণ ও পরিবেশ বিষয়ক সম্পাদক কাজী রওনাকুল ইসলাম টিপু। প্রধান বক্তা ছিলেন পিরোজপুর জেলা বিএনপির সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাবলু।

এ সময় আরো উপস্থিত ছিলেন ভান্ডারিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক আহমেদ সোহেল মনজুর সুমন, পিরোজপুর জেলা শ্রমিক দলের সভাপতি আঃ ছালাম বাতেন, সাধারণ সম্পাদক আফজাল হোসেন টিপু, পিরোজপুর জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন কুমারসহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

সমাবেশে বক্তারা শ্রমিকদের অধিকার ও ন্যায্য মজুরি নিশ্চিত, কর্মপরিবেশের উন্নয়নসহ শ্রমিক কল্যাণে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান। তারা আন্তর্জাতিক শ্রমিক দিবসের তাৎপর্য তুলে ধরে বলেন, শ্রমিকদের অধিকার আদায় ও মর্যাদা প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলতে হবে। বিএনপি ক্ষমতায় আসলে শ্রমিদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করা হবে।

১১৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
বাংলাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন