সর্বশেষ

জাতীয়১৩ ফেব্রুয়ারি থেকে ‘জনগণের দিন’, তারেক রহমানের নির্বাচনী প্রতিশ্রুতি
নির্বাচনী পোস্টার ছাপানো বন্ধে ছাপাখানাগুলোকে নির্দেশনা ইসির
২০২৫-২৬ অর্থবছরের আয়কর রিটার্ন জমার সময় বাড়ালো
চাঁদাবাজি ও দুর্নীতি রোধে কঠোর পদক্ষেপ নেব : জামায়াত আমির
টাইম ম্যাগাজিনকে সাক্ষাৎকার: কোনো দল নিষিদ্ধের পক্ষে নন তারেক রহমান
১৪ বছর পর ঢাকা-করাচি সরাসরি ফ্লাইট চালু হচ্ছে আজ
স্বর্ণের দামে রেকর্ড, ভরি ২ লাখ ৮৬ হাজার
সারাদেশবেনাপোল বন্দর: এক দিনে ১৫১৩ জন পাসপোর্টধারী পারাপার, ৩৫০ ট্রাক বাণিজ্য
শৈলকুপায় জমি বিরোধে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত অন্তত ২০
ফেনীতে মুক্তিপণ না পেয়ে স্কুলছাত্র নাশিত হত্যা: ৩ আসামির মৃত্যুদণ্ড
দীর্ঘ বিরতির পর সোনামসজিদ স্থলবন্দর দিয়ে চাল আমদানি পুনরায় শুরু
গোপালগঞ্জে জেলা ও দায়রা জজের বাসভবনে ককটেল হামলা
২০ বছর পর নওগাঁয় আসছেন তারেক রহমান, ব্যাপক প্রস্তুতি
কুয়াকাটায় ভাঙনরোধে টেকসই বেড়িবাঁধ ও পুনর্বাসনের ঘোষণা বিএনপি প্রার্থীর
চট্টগ্রামের রাউজানে গভীর নলকূপের গর্তে পড়ে শিশুর মৃত্যু
গাইবান্ধায় গণভোট উপলক্ষে ইমাম সম্মেলন অনুষ্ঠিত
শেরপুরে নির্বাচনী ইশতেহার বিতরণ মঞ্চে সংঘর্ষ, জামায়াত নেতা নিহত
আন্তর্জাতিকইরানমুখী আরও মার্কিন নৌবহর, মধ্যপ্রাচ্যে সামরিক উত্তেজনা বাড়ছে
খেলাভারত ছাড়াই ২০২৭ সালে পাকিস্তানে দক্ষিণ এশিয়ান গেমস আয়োজনের সিদ্ধান্ত
সারাদেশ

চট্টগ্রামে শতাধিক তরুণের জলবায়ু ধর্মঘট ও পদযাত্রা

চট্টগ্রাম প্রতিনিধি
চট্টগ্রাম প্রতিনিধি

শনিবার, ১২ এপ্রিল, ২০২৫ ৫:৩২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
চট্টগ্রামে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, জ্বালানি নিরাপত্তা নিশ্চিতকরণ এবং নবায়নযোগ্য শক্তির প্রসারে দাবিতে জলবায়ু ধর্মঘট ও পদযাত্রায় অংশ নিয়েছেন শতাধিক তরুণ জলবায়ু কর্মী।

শুক্রবার (১১ মার্চ) সকাল ৯টা ৩০ মিনিটে নগরীর জামালখান এলাকা থেকে শুরু হয়ে পদযাত্রাটি চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়। ব্যানার, পোস্টার ও বিভিন্ন স্লোগানে মুখরিত ছিল সমাবেশস্থল।

“ভুয়া সমাধান নয়, নবায়নযোগ্য শক্তি চাই”—এই স্লোগানে মুখরিত হয়ে তরুণরা বলেন, বাংলাদেশের জ্বালানি নীতিতে যদি নবায়নযোগ্য শক্তিকে অগ্রাধিকার না দেওয়া হয়, তবে ভবিষ্যৎ প্রজন্ম চরম ঝুঁকির মুখে পড়বে।

তারা বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানান, জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী জীবাশ্ম জ্বালানির ব্যবহার ও অর্থায়ন বন্ধ করে, ক্ষতিগ্রস্ত দেশগুলোকে ক্ষতিপূরণ দিতে হবে।

সমাবেশে বক্তারা বলেন, টেকসই ও বাসযোগ্য ভবিষ্যৎ গড়তে হলে নবায়নযোগ্য শক্তির ব্যবহার বাড়াতে হবে এবং কার্বন নিঃসরণ কমাতে জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরশীলতা কমাতে হবে।

তারা অভিযোগ করেন, সরকারের বিদ্যমান সমন্বিত বিদ্যুৎ ও জ্বালানি মহাপরিকল্পনা (আইইপিএমপি) বাস্তবায়িত হলে জীবাশ্ম জ্বালানির ব্যবহার আরও বাড়বে, যা জলবায়ু নীতির সঙ্গে সাংঘর্ষিক। তাই দ্রুত এই পরিকল্পনা সংশোধনের দাবি জানান তারা।

ইয়ুথনেট গ্লোবাল চট্টগ্রাম জেলার জেলা সমন্বয়ক পপি আক্তার বলেন, “আন্তর্জাতিক জলবায়ু সম্মেলনে উন্নত দেশগুলো যে প্রতিশ্রুতি দিয়েছে, তা বাস্তবায়ন করে বাংলাদেশকে অর্থ ও প্রযুক্তিগত সহায়তা দিতে হবে।”

তিনি আরও বলেন, “জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত দেশের ওপর চাপিয়ে দেওয়া জলবায়ু ঋণ নিঃশর্তভাবে মওকুফ করতে হবে।”

সমাবেশে আরও বক্তব্য দেন ইয়ুথনেট গ্লোবালের চট্টগ্রাম জেলা সহ-সমন্বয়কারী সুমিত সাহা, সদস্য মোঃ কয়েছ হক, জান্নাতুল মাওয়া শিফা প্রমুখ।

ইয়ুথনেট গ্লোবালের নির্বাহী সমন্বয়কারী সোহানুর রহমান এক বিবৃতিতে বলেন, “জলবায়ু সংকটকে বিবেচনায় নিয়ে শক্তি পরিকল্পনা তৈরি করতে হবে। আইইপিএমপিতে স্বার্থান্বেষী গোষ্ঠীর সুবিধার বদলে দরকার একটি ন্যায্য, স্বচ্ছ ও স্থানীয় বাস্তবতার প্রতিফলন ঘটানো পরিকল্পনা।”

তিনি আরও বলেন, “আমাদের ভবিষ্যৎ জীবাশ্ম জ্বালানির মুনাফার জন্য বিক্রি করা যাবে না। নবায়নযোগ্য শক্তির প্রসারই টেকসই পথ।”

উল্লেখ্য, সুইডিশ জলবায়ু কর্মী গ্রেটা থুনবার্গের গড়ে তোলা ‘ফ্রাইডেস ফর ফিউচার’ আন্দোলনের অংশ হিসেবে বাংলাদেশে এ কর্মসূচির আয়োজন করে ‘ইয়ুথনেট গ্লোবাল’ এবং ‘ফ্রাইডেস ফর ফিউচার বাংলাদেশ গ্রুপ’। আয়োজকরা জানান, একই দিনে দেশের ৫০টি জেলায় একযোগে এই কর্মসূচি পালিত হয়, যেখানে বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

২০১৮ সাল থেকে বৈশ্বিক পর্যায়ে জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে তরুণদের আন্দোলনের ধারাবাহিকতায় বাংলাদেশেও প্রতিবছর এই কর্মসূচি পালন করে আসছে ইয়ুথনেট গ্লোবাল।

২৯৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন